Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৮ পূর্বাহ্ণ

স্ক্যানার ৭ম শ্রেণি,

স্ক্যানার:

একসময় ফটোকপি মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্টের প্রতিলিপি করতাম। কিন্তু এ প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিনে ব্যবহার করতে হতো।তথ্যটি সংরক্ষিত থাকত না । এ সমস্যাটির সমাধান যে যন্ত্রটি করে দিয়েছে তার নাম স্ক্যানার । যে কোনো প্রকার ছবি,মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নাম স্ক্যানার। এ ডিজিটাল প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে কম্পিউটারে সংরক্ষণ করা যায়।

আরো দেখুন