Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ডিসেম্বর, ২০২০ ০৬:৩৯ অপরাহ্ণ

ওএমআর (OMR)

ওএমআর (OMR)

ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার (optical mark reader) এটি একটি ইনপুট ডিভাইস। আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ওএমআরের কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো।বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ওএমআর পড়তে পারে। বর্তমানে এটি অনেকের কাছে খুব পরিচিত। বিশেষ করে বহুর্নিবাচনী প্রশ্নের উত্তরপত্র যাচাইয়ে এটির ব্যাপক ব্যবহার রয়েছে। সঠিক উত্তরের বৃত্তটির অবস্থান কম্পিউটারকে আগে থেকেই জানিয়ে রাখা হয়। শিক্ষার্থীরা সঠিক বৃত্ত ভরাট করলে নম্বর পেয়ে যায়। অন্যথায় নম্বর পায় না। সঠিকসহ একের অধিক বৃত্ত ভরাট করলেও নম্বর পাওয়া যায় না। এর মাধ্যমে কম সময়ে অনেক উত্তরপত্র মূল্যায়ন করা যায়। এছাড়া মূল্যায়নে ভূল বা পক্ষপাতিত্ব হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই এটি অত্যন্ত জনপ্রিয়।

আরো দেখুন