Loading..

উদ্ভাবনের গল্প

২৮ ডিসেম্বর, ২০২০ ১০:৫৪ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষ করা ( How to use free cam)।

উদ্ভাবনের গল্প
প্রাথমিক শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষ করা ( How to use free cam)।


১.শিক্ষক বাতায়নে সক্রিয় করতে উদ্বুদ্ধ করা;   
২. মুক্তাপাঠ ব্যাবহারে উদ্বুদ্ধ করা;
৩. জুম ব্যবহারের গুরুত্ব তুলে ধরা;
৪. গুগুল মিট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা।

সম্মানিত ইন্সট্রাক্টর (গোদাগাড়ী  উপজেলা রিসোর্স সেন্টার) স্যারের সাথে পরামর্শ করে-
প্রথমে প্রধান শিক্ষক ও বিষয় ভিত্তিক প্রশিক্ষকদের সাথে ইন্সট্রাক্টর
স্যার মুবাইলের মাধ্যমে যোগাযোগ করেন।পরে জুমের মাধ্যমে আলোচনা করা হয়।সিধান্ত অনুযায়ী সপ্তাহে দুই দিন (সোমবার ও বৃহসপতিবার ) সকাল ৯.০০-১.০০ টা পর্যন্ত উপজেলা রিসোর্স সেন্টারে । এবং সপ্তাহে  দুই দিন (শনিবার ও  মঙ্গলবার) সন্ধ্যা ৭.০০-৮.০০ টা পর্যন্ত জুমের মাধ্যমে প্রশিক্ষিণ করা হয়। যা এখনো চলমান।
ফলাফল-  
গোদাগাড়ী উপজেলায় ব্যপক সাড়া জাগিয়েছে যা এখনো চলমান।
আশা করছি খুব শীঘ্রই গোদাগাড়ী উপজেলার আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত সকল শিক্ষককে আইসিটির ব্যবহারে সক্ষম করে তুলতে পারব।এছাড়াও আগ্রহী শিক্ষকদের আইসিটির ব্যবহারে সক্ষম করে তুলতে পারব।