Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ ডিসেম্বর, ২০২০ ০৭:৩০ অপরাহ্ণ

জে এস মিল

জে এস মিল(২০মে,১৮০৬-৮মে,১৮৭৩) ঃ

জন স্টুয়ার্ট মিল ছিলেন একজন ইংরেজ দার্শনিক,রাজনৈতিক,অর্থনীতিবিদ এবং সরকারি চাকরিজীবি। তাকে উনবিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাববিস্তারকারী ইংরেজিভাষী দার্শনিকরূপে আখ্যায়িত করে থাকে। মিল ছিলেন উপযোগবাদের প্রবক্তা। তিনি ছিলেন লিবারেল পার্টি নামক রাজনৈতিক দলের একজন সংসদ সদস্য এবং তিনিই প্রথম নারীদের জন্য ভোটাধিকার চান। যুক্তিবিদ্যায় তার অবদান অপরিসীম। যুক্তিবিদ্যার একটি সন্তোষজনক সংজ্ঞা প্রদান করেন তার  A System of Logic গ্রন্থে। তিনি বইটিতে বলে, "যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা প্রমাণ বা বিচারের দ্বারা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য যে চিন্তন প্রক্রিয়ার প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করে এবং চিন্তন প্রক্রিয়ার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ে আলোচনা করে। "

আরো দেখুন