Loading..

ভিডিও ক্লাস

৩০ ডিসেম্বর, ২০২০ ১১:২৪ অপরাহ্ণ

ভাষার উপাদান

প্রত্যেকটি মানুষই ভাষা-সম্পদের অধিকারী। ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব হয়েছে। মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনিসমষ্টিই ভাষা। পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এ রকম ধ্বনি ব্যবস্থা। ভাষা হচ্ছে তার অর্থবহ প্রণালিবদ্ধ ধ্বনি-প্রতীক। মানুষ তার কণ্ঠনিঃসৃত যে ধ্বনি বা ধ্বনিসমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয়, তা-ই ভাষা। আর এই ভাষার কয়েকটি উপাদান রয়েছে, যে উপাদানগুলো ছাড়া ভাষা গঠন হতে পারে না। এই ক্লাসটিতে সেই সম্পর্কে সম্যক আলোচনা করা হয়েছে।