Loading..

ম্যাগাজিন

৩১ ডিসেম্বর, ২০২০ ০৯:৫৪ অপরাহ্ণ

কবিতাঃ মীরা হক
কবিতা : মীরা হক
বয়স তখন সতের কি আঠারো
এটা অবশ্য পড়শিদের কথা
মা বলতেন চৌদ্দ, পনের
সেদিনের মেয়ে আমার
পড়শিদের কথায় মা ব্যথা পেতেন।

আকাশে তখন ঘন কালো মেঘ
ছোঁ মারা শকুন আর ডানা মেলে চিল।
সেই ভয়ে বাবা মা
তুলে দিল এক তরুণের হাতে
হাঁসি মাখা মুখ আর পবিত্র দিল।

শুরু হলো
নতুন এক পৃথিবী নতুন স্বপ্ন
দুজনেরই ইচ্ছা বেশি দিন বাঁচার।
কয় মাস যেতেই
প্রিয় মুখটি মলিন দেখি
বলল, ‘দেখি কী আছে করার’।

ভাবলাম বসে
তোর জন্যই বুঝি
তোর বাবার এতো ভাবনা,
না তা নয়
ও যার বুকে চলবে
তার সুখে কর কামনা।

তখন তো তুই পেটে
সবে মাত্র নয় মাস
সময় কাটে উৎকন্ঠা আর চিন্তায়।
কো থেকে এসে রেগে
তোর বাবা বলল
‘ছাড়তে পারি না এতো সস্তায়।’

সাত কোটি লোক
বুকে সবার তাজা রক্ত
ঈমানী তেজ, দেশ প্রেম প্রবল।
রক্ষা করবই মা-মাটিকে
হানাদার, লুটেরা তোরা
যতই মারিস ছোবল।

তোর বাবা
আমার দিকে তাকানোর
সাহস পাচ্ছে না ভয়ে,
আমি যদি বাধা দেই
অন্য দিকে তাকিয়ে বুঝাতে চাইল
গোঁজামিল আর নয়ে ছয়ে।

আমি বললাম
‘দুটি বোঝা টানার শক্তি আছে
বাঙ্গালী নারীকে এতো কেন হেলা?
তোমার আমানত না থাকলে
দেখাতাম কাপুরুষদের
কত খেলতে পারে খেলা।

সে চলল
আগুন আর পানি নাকি মিশে না
যেমন তেলে আর জলে
মনের আগুন আর চোখের জল
সে দিন চলেছিল
এক দূর্বার টানের ছলে।

তোর বাবা
আর ফিরে আসেনি।

(বিঃদ্রঃ ছবিটি সংগৃহিত)

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি