Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ জানুয়ারি, ২০২১ ০৯:২০ পূর্বাহ্ণ

সিডি বা ডিভিডি

সিডি বা ডিভিডি:

 সিডি বা ডিভিডি তোমাদের অতি পরিচিত। সবাই এগুলো দেখেছো।এর সাহায্যে কিভাবে রংধনু দেখা যায়। সিডি বা ডিভিডির নিচের দিকে একটি পাতলা অ্যালুমিনিয়ামের পাত থাকে যা দু-পাশে পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে। সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে লেজার রশ্মি ব্যবহার করা হয়। সিডি বা ডিভিডি  ড্রাইভের হেড আসলে লেজার বিম তৈরি করার যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এ লেজার বিম অ্যালুমিনিয়ামের পাতে তথ্য সংরক্ষণ করে। পরে আবার যখন তথ্য ব্যবহার করার প্রয়োজন হয় তখন সে তথ্য লেজার বিম পড়তে পারে। সিডি বা ডিভিডি বর্তমানে ব্যাপক জনপ্রিয়।

আরো দেখুন