Loading..

উদ্ভাবনের গল্প

০১ জানুয়ারি, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

অনলাইন ক্লাসে আমি...

COVID-19 -এর কারণে  8/০৩/২০২০ তারিখ হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা –এর নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং a2i এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সংসদ টেলিভিশন ও কিশোর বাতায়ন দেশের প্রখ্যাত শিক্ষকমন্ডলীদের দ্বারা অনলাইন ক্লাস পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনলাইন স্কুল/কলেজ/মাদরাসা চালু করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে Rajshahi Divisional Online School দেশের সকল অনলাইন স্কুল/কলেজ/মাদরাসাসমূহের মধ্যে অন্যতম। আমি নিয়মিত Rajshahi Divisional Online School - ক্লাস নিয়ে আসছি জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জ কর্তৃক প্রতিষ্ঠিত Sirajganj Online School -কে সাধ্যমত সহযোগিতা করে আসছি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাস সমন্বয় করছি। প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনায় নিজ প্রতিষ্ঠানের নামে Belkuchi Government Online College প্রতিষ্ঠা করে সকল শিক্ষককে অনলাইন পাঠদান কার্যক্রমে সম্পৃক্ত করেছি প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত অনলাইন ক্লাস রুটিন অনুযায়ী সকল শিক্ষক স্ব স্ব ক্লাস পরিচালনা করছেন আমি ইতোমধ্যে Rajshahi Divisional Online School, Sirajganj Online School Belkuchi Government Online College মোট 90টি লাইভ ক্লাস নিয়েছি যা আমার শিক্ষক বাতায়ন প্রোফাইল লিংক https://www.teachers.gov.bd/profile/maznu.net -এ ভিডিও কনটেন্ট (লাইভ ক্লাস) হিসেবে আপলোড করা আছে সংশ্লিষ্ট সকলকে আমার আপলোডকৃত ভিডিও কনটেন্টগুলো দেখার বিনীত অনুরোধ করছি

Please subscribe my channel: https://www.youtube.com/channel/UC7YKRf5IkUFR6ZB1baFTgZQ


মো. মজনু মিয়া

প্রভাষক (পরিসংখ্যান)

বেলকুচি সরকারি কলেজ

বেলকুচি, সিরাজগঞ্জ

ict4e জেলা অ্যাম্বাসেডর, সিরাজগঞ্জ

শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা-২০১৮।