Loading..

প্রকাশনা

০৪ জানুয়ারি, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ

# বই হলো পরম বন্ধু#

# বই হলো পরম বন্ধু#

মোর্শেদা চৌধুরী এ্যানি

বরুড়া,কুমিল্লা।

 

বই হলো পরম বন্ধু

শান্তিতে থাকার প্রেরণা,

কেউ কাউকে নিন্দা করলেও

বই কখনো তা-হা করোনা।

 

#স্বার্থের জন্য আপনাজনেরা

যেনেও পারে দূর-বহুদূর!

দুঃখে-সুখে মন খারাপে

বই যে হলো যে সু-মধুর!!

আপন আপন করি যাদের

সবাইতো আপন নয়,

বিপদের  মুহূর্তে চেনা যায়রে

কেউতো কারোর নয়।

 

#কল করি; দেখা করি

শুধুই নজের প্রয়োজনে,

স্বার্থ ছাড়া পাশে বলো

থাকেই বা ক'জনে?

ঘ্রের মানুষটিও যে পর

হয়ে যায় সীমাবদ্ধতা ছেড়ে,

অচেনাকে কাছে টানে

মূল্যাবোধটাকে মেরে!!

 

#আসল-নকল যাই বলো

ভাই; লাভ ছাড়া কেউ চলেনা,

পরিশেষে তাই শান্তি মেলে

'বই' নামের ঠিকানায়!

 

#ছোট্র বেলায় বুঝতামনা

ভাই বইপত্রের তেমন যত্ন,

বড় হয়ে জানতে পারলাম

বইযে আমার মনের রত্ন!!

 

#ছেলে-মেয়ে আত্মীয়-স্বজন

থাকাবেনা যখন কেউ সাথে,

বইযে সবার সংগী হবে

নিঃসংগতার ঐ পাশে!!!

 

৩০ ডিসেম্বর ২০২০ খ্রি.

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি