Loading..

নেতৃত্বের গল্প

০৪ জানুয়ারি, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ

স্বাস্থ্য ব্যবস্থাপনা, আচরণিক পরিবর্তন এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিগত ১৭ই মার্চ,২০২০ খ্রি. থেকে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষক, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে শিক্ষক, শিক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ সর্ম্পকে সচেতনতা  করার জন্য  সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রশিক্ষণ  দেই।  বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু হলে শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ সর্ম্পকে প্রশিক্ষণ দেবে।

তারিখ- ২৬ ডিসেম্বর, ২০২০ খ্রি. রোজ শনিবার, সময়- সকাল 10.00 ঘটিকা হতে বিকাল 4.00 ঘটিকা পর্যন্ত।

প্রধান অতিথি : জনাব মো. সামছুল ইসলাম,  সহকারী পরিচালক, যুব সেচ্ছাসেবক বিভাগ, জাতীয় সদর দপ্তর, ঢাকা।

বিশেষ অতিথি : জনাব  এ.টি. এম জিয়াউল আহসান, ইউনিট লেভেল অফিসার, রেডক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট।

প্রশিক্ষক : জনাব মো. জাহিদুল ইসলাম, উপ যুব প্রধান-2, জাতীয় সদর দপ্তর ঢাকা।

প্রশিক্ষক : জনাব মো. ইমন আরেফিন, উপ যুব প্রধান-2, জাতীয় সদর দপ্তর ঢাকা।

সভাপতি : জনাব মো. মিয়াচান, প্রধান শিক্ষক, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়।

ধন্যবাদান্তে-

মো. মিয়াচান

প্রধান শিক্ষক

সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়

সন্তোষ, টাঙ্গাইল।