Loading..

উদ্ভাবনের গল্প

০৬ জানুয়ারি, ২০২১ ০১:১৩ পূর্বাহ্ণ

OBS এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ।। Some important settings of OBS.

( ১০ম পর্ব )

OBS এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ।। Some important settings of OBS.

করোনা কালীন সময়ে অনলাইন ক্লাস তৈরি করে বিভিন্ন ফেজবুক পেজে ও ইউটিউবে আপলোড করতে গিয়ে ভিডিও ক্লাস তৈরি করতে হয়। এই ভিডিও ক্লাস তৈরি করতে ওবিএস দারুন একটি সফটওয়্যার। যা দিয়ে ক্লাস তৈরি করতে গিয়ে সারা বাংলাদেশের অনেক সহকর্মী আমাকে ফোন করেছেন, ভিডিও ক্লাসে সাউন্ড সমস্যা হয়, ফেজবুকে ভিডিও লাইভ করতে গিয়ে বাহিরের সাউন্ড শোনা যায় ইত্যাদি। এই সমস্যাগুলো কিভাবে কিভাবে সমাধান করা যায়। এই সমস্যা নিয়েই আমার এই ভিডিওটি তৈরি করা।  এই ভিডিওতে আমি তৈরী করে ধারাবাহিকভাবে আমার সহকর্মীদের কাছে পৌছে  দিয়ে অনেক সারা পেয়েছি। যখন কেউ ফোন করে বলে আপনার ভিডিও দেখে আমি সফল হয়েছি তখন খুব ভালো লাগে। মনে হয় আমি কাজটি করা সার্থক হয়েছে। আমি আরও উৎসাহ পাই। একদিকে আমার সহকর্মীদের পেশাগত উন্নয়ন হয়। তেমনি আমারও নতুন নতুন বিষয়ে কাজ করার আগ্রহ বাড়ে।

মোঃ রুকুনুজ্জামান,

ট্রেড-ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল),

সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,

রাজারহাট, কুড়িগ্রাম।