Loading..

ম্যাগাজিন

০৬ জানুয়ারি, ২০২১ ০১:২১ পূর্বাহ্ণ

"পরের অনিষ্ট চিন্তা করে যেইজন, নিজের অনিষ্ট বীজ সে করে বপন।।"

যদি করেন ভাই চালাকি, পরে বুঝবেন এর জ্বালা কী!


১. মিষ্টি বিক্রেতা মনে করে,

আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভেজাল করলে আমার কোন সমস্যা নাই।

.

২. বেকারির মালিক মনে করে,

আমিতো বিস্কুট খাই না। তাই পঁচা ডিম-ময়দা দিয়ে বানালে আমার কোন সমস্যা নাই।

.

৩. ফল বিক্রেতা মনে করে,

আমিতো ফল খাই না। তাই কেমিকেল মিশালে আমার কোন সমস্যা নাই।

.

৪.মাছ বিক্রেতা মনে করে,

আমিতো ফরমালিনযুক্ত মাছ খাই না। তাই ফরমালিন মিশালে আমার কোন সমস্যা নাই।


দিনের শেষে-

১. মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

২. বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

৩. ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

৪. মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে;

অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।

আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে, ক্ষতি করছে তা ভাবতেও পারেনা।


"পরের অনিষ্ট চিন্তা করে যেইজন,

নিজের অনিষ্ট বীজ সে করে বপন।।"


মাহমুদ শরীফ মোল্লা

সহকারী শিক্ষক

উত্তর পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়

মলনগরলক্ষ্মীপুর

মোবাইলঃ 01812465525

ইমে[email protected]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি