Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ জানুয়ারি, ২০২১ ০৪:৪২ অপরাহ্ণ

জে’নে নিন সকালে টানা ৭ দিন পান্তা ভাত খেলে যেস’ব উপকার পাবেন!
img
Muhammad Ahsan Habib

সহকারী প্রধান শিক্ষক

জেনে নিন সকালে টানা  দিন পান্তা ভাত খেলে যেস উপকার পাবেন!

সকালে টানা  সপ্তাহ পান্তা ভাত খেলে যেসব উপকার পাবেন  বাঙালী মাত্রেই পান্তাভাত প্রেমী। পান্তাভাত খেয়ে দিবানিদ্রা দেয়নি এরকম বাঙালি হয়তো অনেক কষ্টে খুঁজে পাওয়া যাবে। চানাচুরকাঁচালঙ্কা , পেঁয়াজ সহযোগে পান্তাভাত হল অমৃত।

সলে পান্তাভাত হল সংরক্ষণের একটি পদ্ধতি। রাতের খাবারের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য এই ভাতকে নির্দিষ্ট পরিমাণ জল দিয়ে প্রায় এক রাত ডুবিয়ে রাখলেই তা পান্তায় রিণত হয়।

ভাত পুরোটাই শর্করা। ভাতে জল দিয়ে রাখলে বিভিন্ন ব্যাক্টেরিয়া বা ইস্ট এই শর্করা ভেঙ্গে ইথানল  ল্যাকটিক অ্যাসিড তৈরি করে।

ল্যাকটিক অ্যাসিড তৈরির ফলে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায় (pH কমেতখন পচনকারী  অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া  ছত্রাক ভাত ষ্ট রতে পারে না।

১০০ গ্রাম পান্তা ভাতে (১২ ঘণ্টা ভিজিয়ে রাখার পর৭৩.৯১ মিলিগ্রাম আয়রন থাকেযেখানে সমপরিমাণ গরম ভাতে থাকে মাত্র . মিলিগ্রাম।

এছাড়াও ১০০ গ্রাম পান্তাভাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় ৮৩৯ মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় ৮৫০ মিলিগ্রামযেখানে সমপরিমাণ গরম ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র ২১ মিলিগ্রাম।

এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় ৩০৩ মিলিগ্রাম যেখানে সমপরিমাণ গরম ভাতে সোডিয়াম থাকে ৪৭৫ মিলিগ্রাম।

পান্তা ভাত ভিটামিন বি- এবং ভিটামিন বি-১২ এর ভালো উৎস। পান্তাভাত শর্করাসমৃদ্ধ জলীয় খাবার।গরমের দিনে রীর ঠান্ডা  সতেজ রাখে। জলীয় খাবার বলে

রীরের জলের অভাব মেটায় এবং রীরে তাপের ভারসাম্য বজায় রাখে।

পান্তা ভাত খেলে রীর হালকা এবং কাজে বেশি ক্তি পাওয়া যায়কারণ এটি ফারমেন্টেড বা গাঁ-জানো খাবার। মানবদেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে ওঠে।

পেটের রো ভালো হয়কোষ্ঠবদ্ধতা দূ হয় এবং রীরে সজীবতা বিরাজ করে এবং রীরে তাপের ভারসাম্য বজায় থাকে।  ভাতে পেটের পীড়া ভালো হয়,

কোষ্ঠবদ্ধতা দূ হয় এবং রীরে সজীবতা বিরাজ করে। পাশাপাশি রীরে তাপের ভারসাম্য বজায় থাকে।

 

আরো দেখুন