Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ জানুয়ারি, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ

আল ফারাবী

আল ফারাবীঃ

মধ্যযুগীয় দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল ফারাবী।তিনি যুক্তিবিদ্যাকে দু'ভাগে ভাগ করেন। প্রথম অংশে প্রত্যয় ও সংজ্ঞা এবং দ্বিতীয় অংশে অবধারণ ও যুক্তিবিন্যাস আলোচনা করেন।


আল ফারাবী (ফার্সিابونصر محمد بن محمد فارابی‎‎, আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল ফারাবী, একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক ও বিজ্ঞানী

এছাড়াও তিনি একজন মহাবিশ্বতত্ত্ববিদযুক্তিবিদ এবং সুরকার ছিলেন। পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান প্রভৃতিতে তার অবদান উল্লেখযোগ্য। পদার্থ বিজ্ঞানে তিনিই 'শূন্যতা'-র অবস্থান প্রমাণ করেছিলেন। তিনি ৮৭২, মতান্তরে ৮৭০ খ্রিষ্টাব্দে তুর্কিস্তানের অন্তর্গত 'ফারাব' নামক শহরের নিকটবর্তী 'আল ওয়াসিজ' নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৯৫৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি