Loading..

উদ্ভাবনের গল্প

০৮ জানুয়ারি, ২০২১ ০৩:৫৭ অপরাহ্ণ

পাঠ্য বই পড়া

ছাত্র-ছাত্রীরা পাঠ্য বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে এ রকম ছাত্র বা ছাত্রী খুজে পাওয়া দুস্কর । বাজারের নোট বই কিংবা প্রাইভেট টিউটরের নোটই শিক্ষার্থীর ভরসা । তাইতো রিজাল্ট ভালো হলেও উচ্চতর ডিগ্রির সম্ভাবনা কম । পাঠ্য বই দেখেনি এমন শিক্ষার্থী একেবারে কম নয় ।ফলে কাজের কাজ কিছুই হয় না ।সনদ মিলে কিন্তু অদক্ষ জনবল তৈরী হচ্ছে । আমরা যদি ছাত্রদের পাঠ্য বই পড়ার অভ্যাস গড়ে তুলি তাহলে শিক্ষার মান পাল্টে যাবে ।এতে খরচ নেই শুধু  প্রয়োজন সদিচ্ছা । বাইরে ঘুরাফেরা থেকে বাচার জন্য পাঠ্যাভাস মেজিকের মত কাজ করবে । করোনাকালীন অনর্থক ঘরের বাইরে বের হওয়া অনুচিত । আমরা অভিভাবক ,শিক্ষক এবং বড় যারা তারা যদি কোমলমতি বাচ্চাদের বই পড়ার তাগিদ দেই তাহলে সমাজ দক্ষ ভাল মানুষ পাবে ।

বই হউক নিত্য সংগি ।