Loading..

উদ্ভাবনের গল্প

০৯ জানুয়ারি, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের ID তৈরী ।

কোভিট-১৯ এর কারণে শিক্ষায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে । ফলে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সরকারী সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের পরবর্তি ক্লাসে উর্ত্তীন্ন করার জন্য দৈবচয়ন পদ্ধতি অথবা নামের অক্ষরের ভিত্তিতে ID তৈরী করে সিরিয়াল করতে হবে । আমার এ সফট কপিতে শুধু শিক্ষার্থীর ইংরেজিতে নাম বসে দিলেই তার নামের অক্ষর ক্যালকুলাশন করে সফট কপিটি ID নম্বর দিয়ে দিবে প্রাপ্ত ID নম্বর গুলোকে সিলেক্ট করে  sort & Filter থেকে smallest to largest করে নিলেই ID অনুযায়ী শিক্ষার্থী সিরিয়াল হয়ে যাবে । 

Formula: =if( c5="A",1, if(c5="B",2,iF(c5="C",3 -----if(c5="Z",26,0)) এই Formula দিয়ে তৈরী করা হয়েছে । 

এ সফট কপিতে শুধু শিক্ষার্থীদের নামের প্রতিটি অক্ষর প্রতিটি ঘরে তুলে দিলেই সেই শিক্ষার্থীর ID তৈরী হয়ে যাবে । সফট কপির নিচে প্রত্যেকটি শ্রেণির জন্য একটি করে পেজ আছে ।