Loading..

উদ্ভাবনের গল্প

১২ জানুয়ারি, ২০২১ ০৯:১৭ পূর্বাহ্ণ

শিক্ষায় আইসিটি

লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় আছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর বিশাল কক্ষ। এখানে ১১ টি টেবিল এবং ৩০টি চেয়ার আছে।শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য ইন্টারনেটের পর্যাপ্ত ব্যবস্থা সহ 11 টি ল্যাপটপ আছে। তাছাড়া আছে প্রিন্টার স্ক্যানার রাউটার এবং আইসিটি সংশ্লিষ্ট প্রয়োজনীয় যন্ত্রপাতি। আছে একটি বড় এলইডি মনিটর।
2019 সালের ফেব্রুয়ারি মাসে আমার শিক্ষকতার পথ চলা আইসিটি শিক্ষক হিসেবে। তখনই শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরোদমে শুরু হওয়া। শিক্ষার্থীরা তখন থেকে ল্যাব ক্লাসে অংশগ্রহণ করতে পারে এবং প্র্যাকটিক্যালি তারা দক্ষ হয়ে উঠছে। তারা প্র্যাকটিক্যালের অংশটুকু কম্পিউটারে করতে পারছে বলে কম্পিউটারে তারা দক্ষ হয়ে উঠছে। তাছাড়া বিভিন্ন ক্লাস থেকে বিশ জন করে শিক্ষার্থীকে ধাপে ধাপে স্কুল শুরুর পূর্বে এবং পরে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে যেন তারা ভবিষ্যতে তা কাজে লাগাতে পারে।
এখন আর শিক্ষার্থীরা কম্পিউটার চালাতে ভয় পায় না যা তাদের মধ্যে পূর্বে দেখা যেত। তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। দোয়া করবেন আমি যেন আরও ভাল কিছু করতে পারি।