Loading..

ভিডিও ক্লাস

১৩ জানুয়ারি, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ

Sultan Giasuddin Balban (1266 - 1287) AD

গিয়াসউদ্দিন বলবন (Ghias-ud-din Balban)

গিয়াসউদ্দিন বলবন ১২৬৩ খ্রিস্টাব্দ থেকে ১২৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ইলতুৎমিসের মৃত্যুর পর ইলবেরি তুর্কিজাত সুলতানদের মধ্যে গিয়াসউদ্দিন বলবনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সিংহাসনে আরোহণ  করার পরে গিয়াসউদ্দিন বলব্ন এক জটিল পরিস্থিতির সম্মুখীন হন ইলতুৎমিসের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের অপদার্থতার ফলে সুলতানি শাসনের ভিত যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল দিল্লির কোষাগার প্রায় শূন্য হয়ে যায় এবং মানমর্যাদা হ্রাস পায় অন্যদিকে আমির-ওমরাহদের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর-পশ্চিম সীমান্তে মোঙ্গল আক্রমণের আশঙ্কা দেখা দিলে দিল্লী সুলতানির অস্তিত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয় এই পরিস্থিতিতে গিয়াসউদ্দিন বলবন শক্ত হাতে হাল ধরেন এক্জন দক্ষ শাসকের পরিচয় দেন এই পরিস্থিতিকে সামাল দেবার মতো যোগ্যতা গিয়াসউদ্দিন বলবনের ছিল গিয়াসউদ্দিন বলবনের সময় 'চল্লিশচক্র' নামে পরিচিত চল্লিশ জন ক্রীতদাস নিয়ে গঠিত আমীর ওমরাহদের একটি প্রভাবশালী চক্র সাম্রাজ্যের প্রায় সব ব্যাপারে হস্তক্ষেপ করে নিজেদের প্রাধান্য বিস্তারের চেষ্টা করত সুলতাল নিজে ব্যক্তিত্বশালী ক্ষমতাবান হলে এই চক্র তাঁকে মেনে চলতে বাধ্য হত না হলে নিজেদের কর্তৃত্ব কায়েম করতে ব্যস্ত থাকত