
প্রধান শিক্ষক

১৪ জানুয়ারি, ২০২১ ০১:১৮ পূর্বাহ্ণ
প্রধান শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়ঃ সপ্তম অধ্যায়
আমার শখ ফুল বাগান করা। কিন্ত বাড়িতে / বিদ্যালয়ে বাগান করার মত পর্যাপ্ত জায়গার অভাব। তাই আমি বাড়/ বিদ্যালয়ে ছাদ বাগান করেছি। হরেক রকম ফুল,ফলের গাছ লাগিয়েছি। সৌন্দর্য বর্ধনে ফুলের বিকল্প নেই।চলুন আমরা সবাই ছাদ বাগান করি। ফুল গাছ লাগাই। বাড়ি ও বিদ্যালয়ের শোভা বর্ধনে সহায়তা করি। বাতায়নের সকল সেরাদের লাইক, রেটিং আশা করছি। সবাইকে ধন্যবাদ।