Loading..

প্রেজেন্টেশন

১৪ জানুয়ারি, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ

স্টোরেজ মিডিয়া-অধ্যায়-৩

মেমরিঃ ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে মেমরি বা স্মৃতি বলা হয়প্রক্রিয়াকরণের সুবিধার জন্য মেমরিতে ডাটা জমা রাখা যায় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়ডাটার জন্য মেমরিতে অনেকগুলো সুনির্দিষ্ট স্থান থাকে এবং স্থানগুলো শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থাও থাকে। এ ব্যবস্থাকে মেমরি অ্যাড্রেস বলেমেমরির প্রতিটি সুনির্দিষ্ট স্থানকে মেমরি সেল বলেমেমরি সেলে ( যেমন- একটি ফ্লিপ-ফ্লপ) একটি বিট ( 0 বা 1) সংরক্ষণ করা যায়উপযুক্ত নির্দেশের মাধ্যমে মেমরিতে ডাটা সংরক্ষণতা পাঠ করা যায়মেমোরিপ্রকার- ১) প্রধান বা মুখ্য স্মৃতি, ২) সহায়ক বা গৌন স্মৃতি, ৩) ক্যাশ মেমোরি

প্রধান মেমোরি: কম্পিউটার যে মেমোরির সাথে গানিতিকি যুক্তি অংশের প্রত্যক্ষ অ্যাক্সেস থাকে তাকে প্রাইমারি বা প্রধান মেমোরি বলেপ্রধান মেমোরিকে দ্রুত গতি সম্পন্ন হতে হয়প্রয়োজনিয় ডাটানির্দেশনা সমুহ প্রধান মেমোরিতে রাখা হয়প্রধান মেমোরির অ্যাক্সসেস সময় ৪-১০০ ন্যানো সেকেন্ড

প্রধান মেমোরি বৈশিষ্ট:  

১) এটি ডাটা হিসাব নিকাশের ফলাফল সংরক্ষন করে

২) প্রধান মেমোরিতে ডাটা সংরক্ষনপঠনের গতি দ্রুত হয়


সহায়ক মেমোরি: কম্পিউটারের তথ্য স্থায়ী ভাবে সংরক্ষন করার জন্য যে মেমোরি ব্যবহার করা হয় তাকে সহায়ক বা গৌন মেমোনি বলেপ্রয়োজনির তথ্য ভবিষ্যতে সংরক্ষনের জন্য সহায়ক মেমোরির প্রয়োজন হয়এতে প্রচুর তথ্য সংরক্ষন করা যায়বিদ্যুচলে গেলে এর তথ্য মুছে য়ায় না বা কোন ক্ষতি হয় নাএর অ্যাক্সেস সময় কয়েক মিলি সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ড হতে পারে

সহায়ক মেমোরি বৈশিষ্ট: 

১) স্থায়ী ফাইল সংরক্ষনের জন্য সহায়ক মেমোরি ব্যবহৃত হয়

২) সহায়ক মেমোরির সাথে কেন্দ্রিয় প্রক্রিয়া করন অংশের সরাসরি অ্যাক্সেস থাকে না

৩) এর অ্যাক্সেস সময়  ধারন ক্ষমতা প্রধান মেমোরির তুলনায় বেশি


ক্যাশ মেমরিঃ কাজের দ্রুততা আনায়নের লক্ষ্যে প্রসেসর এবং প্রধান মেমোরির অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের মেমোরিকে ক্যাশ মেমোরি বলে

ক্যাশ মেমোরির কাজঃ কম্পিউটারের কোন সমস্যা সমাধানের জন্য তথ্যনির্দেশাবলি প্রথমে একটি মেমোরিতে সংরক্ষন করা হয়তারপর একটি তথ্যের পর অন্য আর একটি তথ্য প্রক্রিয়া করন করা হয়

১। প্রক্রিয়া করনের সময় প্রয়োজনিয় নির্দেশাবলী তথ্য সংরক্ষনের জন্য মেমোরির প্রয়োজন হয়

২। প্রোগ্রামের পূন ব্যবহারের ক্ষেত্রে প্রোগ্রাম সংরক্ষনের জন্য মেমোরির প্রয়োজন হয়

৩। তা ভবিষ্যতে ব্যবহার করার জন্য মেমোরির প্রয়োজন হয়

৪। প্রক্রিয়া করনের ফলাফল সংরক্ষনের জন্য মেমোরির প্রয়োজন হয়