Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ জানুয়ারি, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ

কানামাছি খেলার ছবি।

আমরা যত বড় হচ্ছি আমাদের জীবনে হারানো বিষয়ের তালিকা বড় হচ্ছে। আমাদের শৈশবের সাথে সাথে হারিয়ে যাচ্ছে অনেক খেলা। এখন সেই সব খেলার কথা মনে পড়লে খেলার সাথীদের কথাও মনে পড়ে যায়। মনে পড়ে যায় শৈশবে কাটানো মজার দিনগুলির কথা। কিছু সময়ের জন্য আমরা আনমনা হয়ে যাই। উদাসীন মনেই বলে ফেলি 'ঈশ,আবার যদি শৈশবের সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম।' যাদের শৈশব কেটেছে গ্রামে তারা যেনো আরো বেশি স্মৃতিকাতর হয়ে পড়ে। কারণ শৈশবের কৈশোরের অনেকটা সময় তারা পাড় করে পাড়ার ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করে।আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে ছোটবেলার কথা মনে পরে যায়।

আরো দেখুন