প্রভাষক
১৫ জানুয়ারি, ২০২১ ০৮:০১ পূর্বাহ্ণ
কম্পিউটার অফিস এপ্লিকেশন-২, প্রথম অধ্যায়, গ্লোবাল ভিলেজ
টাইপঃ কারিগরি শিক্ষা
শ্রেণিঃ দ্বাদশ
বিষয়ঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন ২
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এইচএসসি(ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো“ কম্পিউটার অফিস এপ্লিকেশন-২” বিষয়টি। এই পাঠে আমি চেষ্টা করছি প্রথম অধ্যায়ের একটি পাঠ হলো “গ্লোবাল ভিলেজ”। এই পাঠে ছাত্র-ছাত্রীরা জানতে পারবে-
1) গ্লোবাল ভিলেজ বলতে কী বুঝায় তা জানতে পারবে।
2) গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ সম্পর্কে জানতে পারবে।
3) গ্লোবাল ভিলেজের সুবিধা সম্পর্কে জানতে পারবে।