Loading..

প্রেজেন্টেশন

১৭ জানুয়ারি, ২০২১ ০৮:৫৪ অপরাহ্ণ

জুতা আবিষ্কার-নবম,মোঃ মোকলেছ উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা।
 মোঃ মোকলেছ উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা।
- শ্রীপুর, গাজীপুর
- বিষয়ঃ বাংলা ১ম পত্র।
- শ্রেণীঃ নবম-দশম।পায়ের নিরাপত্তা ও আরামের জন্যই পাদুকার প্রচলন করেছিলেন ৪০ হাজার বছর আগের মানুষেরা। সে জুতাই মানুষের হাতে যুগে যুগে পেয়েছে নতুন রূপ, নতুন আকৃতি। জুতার বিবর্তনের কথাই থাকছে সময়রেখায়।
খ্রিষ্টপূর্ব ৪০,০০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৪০,০০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৪০,০০০ অব্দ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী এরিক ট্রিঙ্কাউস ২০০৫ সালে তুষারযুগের মানুষদের দৈহিক গড়ন ও সে যুগের নিদর্শনের ওপর গবেষণা করে প্রমাণ হাজির করে বলেছেন, মানুষ জুতা পরতে শুরু করেছিল প্রায় ৪০ হাজার বছর আগে।

খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ফোর্ট রক গুহায় পাওয়া সেইজব্রাশ গাছের বাকলের তৈরি জুতা থেকে ধারণা করা যায়, খ্রিষ্টপূর্ব প্রায় ৭ হাজার বছর আগেই যুক্তরাষ্ট্রের গুহাবাসীরা জুতা পরত।

খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ

স্পেন থেকে পাওয়া নব প্রস্তরযুগের পাদুকা জোড়া এ সময়ে জুতা ব্যবহারের প্রমাণ দিয়ে থাকে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিজৌরি অঞ্চলের একটি প্রাচীন গুহায় হদিস মেলে চামড়ার তৈরি জুতার, যা এ সময়ের।

খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ

ইউরোপ-এশিয়ার সীমান্তে অবস্থিত আর্মেনিয়ার অ্যারেনি-১ গুহায় পাওয়া গেছে (৫৫০০ বছরের পুরোনো) এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো প্রায় অক্ষত চামড়ার জুতাটি।

খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ

অস্ট্রীয় আল্পস পর্বতমালা থেকে ১৯৯১ সালে ওৎজি দ্য আইসম্যানের ৫৩০০ বছরের পুরোনো যে মমি উদ্ধার করা হয়েছিল, তাঁর পায়ে পাওয়া গিয়েছিল একটি ফিতা দিয়ে বাঁধা জুতা। এ থেকে ধারণা করা যায় যে খ্রিষ্টের জন্মের ৩৩০০ বছর আগেই আল্পস পর্বতমালার আশপাশের অধিবাসীরা জুতা ব্যবহার করতেন।

খ্রিষ্টপূর্ব ১৬০০-১২০০ অব্দ
খ্রিষ্টপূর্ব ১৬০০-১২০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ১৬০০-১২০০ অব্দ

এ সময়কালের মধ্যে ইরানের সীমান্তবর্তী মেসোপটেমিয়া অঞ্চলের বাসিন্দারা পর্বতে চড়ার সময় একধরনের আরামদায়ক জুতা ব্যবহার করতেন বলে জানা গেছে গবেষণায়।