Loading..

ম্যাগাজিন

১৯ জানুয়ারি, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ

পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library",

পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library", যেখানে তুমি হারিয়ে যাবে বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিতে ধারণকৃত বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন। বিল্ডিং এর নিম্নস্তর থেকে বুকশেলফের উচ্চতা ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিং এর সমান। তুমি যদি প্রতিদিন ৫টি করেও বই দেখো তাহলে লাইব্রেরির সম্পূর্ণ বই শেষ করতে তোমার ৮০ হাজার বছর লেগে যাবে। লাইব্রেরির সবচেয়ে পুরনো বইটির বয়স ৩ হাজার বছর।

লন্ডন শহরে অবস্থিত ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি