Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জানুয়ারি, ২০২১ ১১:৩০ অপরাহ্ণ

কৃষ্ণচূড়া

ফুটেছে কৃষ্ণচূড়া,সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে-আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও কর্ণে – কবি কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকর গান আমাদের স্মরণ করিয়ে দেয়  কৃষ্ণচূড়ার তাৎপর্য।

বৈশাখের আকাশে গনগনে সূর্য। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস। প্রকৃতি যখন প্রখর রৌদ্রে পুড়ছে, কৃষ্ণচূড়া ফুল তখন জানান দেয় তার সৌন্দর্যের বার্তা। গ্রীষ্মের এই নিষ্প্রাণ রুক্ষতা চাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরে আপন মহিমায়। যেন লাল রঙে কৃষ্ণচূড়ার পসরা সাজিয়ে বসে আছে প্রকৃতি, যে কারো চোখে এনে দেয় শিল্পের দ্যোতনা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি