Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২০ জানুয়ারি, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ

বই পড়ি নিজেকে গড়ি

যতই পড়িবে ততই শিখিবে। এই বাক্যটি সত্য অর্থাৎ শিখতে হলে অবশ্যই পড়তে হবে। কারণ ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট আর মুক্তি সেখানে অসম্ভব।’

বর্তমান বিশ্বে আমাদের টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। আর জ্ঞান অর্জনের অন্যতম প্রধান শর্ত হল বই পড়া।

আমাদের দেশে ১লা জানুয়ারি বই উৎসব দিবস হিসেবে উদযাপন করা হয়। বর্তমান সরকার বিনামূল্যে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বই বিতরণ এর মতো মহৎ কাজটি করছেন। অথচ আমরা যখন ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তখন মাধ্যমিকে আমরা বই কিনে পড়েছি। যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। এই মহতী উদ্যোগের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শিশু ও কিশোরদের অসীম আগ্রহ ও নানা বিষয়ে জানতে চায়। আর তারা এসব কৌতূহলের তৃষ্ণা মিটায় বই পড়ে। বই শুধু মাত্র জ্ঞান অর্জনের উপায় নয়। বই নির্মল সঙ্গ সুন্দর। আনন্দময় অনুভূতিতে পাঠক চিত্তকে আলোড়িত করে।

তাই জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধকরণে আমাদের সকলকে অবশ্যই বই পড়তে হবে। সর্বোপরি আমাদের উচিত বেশি বেশি নিজে বই পড়া, প্রিয়জনকে বই উপহার দেওয়া এবং অপরকে বই পড়তে উৎসাহ দেওয়া।

আমরা সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একটি স্লোগানে উদবুদ্ধ হয়ে বলি- আসুন বই পড়ি নিজেকে গড়ি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি