Loading..

উদ্ভাবনের গল্প

২৪ জানুয়ারি, ২০২১ ০৭:৫১ পূর্বাহ্ণ

হাইব্রিড লার্নিংঃ টেকনোলজির পথচলায় নতুন মাত্রা..

 হাইব্রিড লার্নিংঃ টেকনোলজির পথচলায় নতুন মাত্রা..


আমাদের প্রাত্যেহিক জীবনের প্রতিটি স্তরেই প্রযুক্তির ভিন্নমাত্রা যোগ করছে প্রতিনিয়ত। কোন কিছু শেখার জন্য, কোন তথ্য জানার জন্য গুগলের সাহায্য নেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। এমনকি ক্লাসরুম গুলোতেও এখন টেকনোলজির সাহায্য নেওয়া হচ্ছে। ব্লেন্ডেড লার্নিং বর্তমান এডুকেশনাল টেকনোলজির জগতে সেরকমই এক নতুন ধারণা। এই টার্মটি এখন অনেকের কাছেই পরিচিত হয়ে উঠছে। এর মূল লক্ষ্য হলো ই-লার্নিং এর সাথে চিরাচরিত শ্রেণিকক্ষের একটা সমন্বয় করে নতুন একটি হাইব্রিড টিচিং মেথড তৈরি করা।