Loading..

প্রকাশনা

৩১ জানুয়ারি, ২০২১ ০৭:৪৫ অপরাহ্ণ

স্বরচিত কবিতা, নিস্তব্ধতা

নিস্তব্ধতা

মাকসুদা খাতুন

 

নিস্তব্ধতা মানে নিজের সঙ্গে একান্তই নিজের কথা বলা,

নিস্তব্ধতা মানে অসহায় পথিকের একলা হেঁটে চলা।

নিস্তব্ধতা মানে মুখের ভাষা অসহায় হয়ে চোখের পানি কথা বলা,

নিস্তব্ধতা মানে প্রিয়জনের লাশ অসহায় করে তোলা।

নিস্তব্ধতা মানে ভরদুপুরে মেঘ ভেঙে সূর্য্যের উঁকি মারা,

নিস্তব্ধতা মানে ছোট্ট অবুঝ হৃদয় হারানো মাকে খুঁজে ফেরা।

নিস্তব্ধতা মানে নদীর পাড়ে কারোর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকা,

নিস্তব্ধতা মানে আঁধার রাতে স্বপ্নগুলো সত্যি করে ভাবা।

নিস্তব্ধতা মানে স্নিগ্ধ সকালে সবুজ ঘাস শিশিরে ভেজা 

নিস্তব্ধতা মানে অভিমানি বন্ধুর গোঁধুলী আবির মাখা। 

নিস্তব্ধতা মানে হাসির মাঝে বিষাদ লুকিয়ে রাখা

নিস্তব্ধতা মানে হারানো সব স্মৃতি চোখের সামনে ভাসা। 

নিস্তব্ধতা মানে আয়নার সামনে একাকী নিজেকে দেখতে পাওয়া 

নিস্তব্ধতা মানে জীবন পথে চলতে চলতে হঠাৎ থমকে যাওয়া।  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি