Loading..

প্রেজেন্টেশন

৩১ জানুয়ারি, ২০২১ ০৮:২০ অপরাহ্ণ

ভার্নিয়ার ক্যালিপার্স অধ্যায়ঃ১২, জে.মে-২ ১ম পত্র
img
MD. NAIM ISLAM

ট্রেড ইন্সট্রাক্টর


ট্রেড: জেনারেল মেকানিক্স

শ্রেণী: নবম ভোকেশনাল

বিষয়: জেনারেল মেকানিক্স-২

অধ্যায়: ১2

শিরোনাম: ভার্নিয়ার ক্যালিপার

সময়: ৪৫ মিনিট

                                    আমাদের আজকের পাঠ


                                                ভার্নিয়ার ক্যালিপার



শিখনফল


এই পাঠ শেষে শিক্ষার্থী ---
* ভার্নিয়ার ক্যালিপার্স কি তা বলতে পারবে
* ভার্নিয়ার ক্যালিপার্সের  প্রধান অংশের নাম বলতে পারবে
* ভার্নিয়ার ক্যালিপার্সের  ধ্রুবক বলে তা বলতে পারবে
* ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কোন ক্ষুদ্র বস্তুর পরিমাপ নির্ণয় করতে পারবে
* ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহারের সুবিধা  রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলতে পারবে
* রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলতে পারবে




*******

১৯৩৮ সালে ফ্রান্সের বিজ্ঞানী পিয়ার ভার্নিয়ার সূক্ষ্ম ও নির্ভূল ভাবে পরিমাপ নির্ণয়ের জন্য একটি পরিমাপক যন্ত্র আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই যন্ত্রকে ভার্নিয়ার ক্যালিপার্স বলা হয়।

ভার্নিয়ার ক্যালিপার্স হলো এক প্রকার আধা সূক্ষ্ম প্রত্যক্ষ পরিমাপক যন্ত্র যার সূক্ষ্মতা ০.১-০.০২ মি:মি: এবং ১”/৬৪-১”/১২৮ পর্যন্ত। ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে বস্তুর বাহিরের ব্যাস, ভিতরের ব্যাস এবং গভীরতা মাপা যায়।

***