Loading..

প্রকাশনা

০৮ ফেব্রুয়ারি , ২০২১ ০১:৪০ অপরাহ্ণ

রক্ত দিন, জীবন বাচান এবং রক্তের গ্রুপ নির্ণয় করুন

রক্ত যেকোন জীবের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত হচ্ছে এক ধরণের তরল যোজক কলা। একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যেটি দেহের মোট ওজনের প্রায় ৮%। রক্তের প্রধান উপাদান দুইটি, যথা-১) রক্তরস ২) রক্তকণিকা। রক্তের তরল অংশের নাম প্লাজমা , যার মধ্যে প্রায় ৯০% পানি ও ১০% অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে। আর রক্তকণিকা হচ্ছে তিন ধরণের, যথা-১) লোহিত রক্তকণিকা,২) শ্বেতরক্তকণিকা , ৩) অনুচক্রিকা ।  সাধারণত  লোহিত রুক্তের উপস্থিতির কারণে রক্তের রঙ লাল হয়। শ্বেত রক্তকণিকা রোগজীবানু ভক্ষন করে থাকে আর অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। মূমুর্ষূ রোগিদের হঠাৎ করেই রক্তের প্রয়োজন দেখা দেয়া। রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং শরীর আরো সুস্থ হয়ে থাকে। তাই আমাদের সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি