Loading..

প্রকাশনা

১২ ফেব্রুয়ারি , ২০২১ ১২:১০ অপরাহ্ণ

শিক্ষার জন্য চাই সুস্থ পরিবেশ

শিক্ষার জন্য চাই সুস্থ ও আনন্দঘন পরিবেশ

বাংলাদেশের অষের মানুষের বসবাস গ্রামে, তাদের সন্তানরা পড়াশুনা করে স্থানীয় বিদ্যালয়গুলোতে । কিন্তু অত্যন্ত  দুঃখের বিষয় হলো গুটি কয়েকটি বিদ্যালয় ছাড়া মফস্বলের অধিকাংশ বিদ্যালয়ের নেই ভালো অবকাঠামো ও সুস্থ পরিবেশ। অধিকাংশ বিদ্যালয়ে নেই ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার। অনেক প্রতিষ্ঠানে নেই ছাত্র-ছাত্রীদের জন্য কোন বিশ্রাম কক্ষ। শিক্ষার্থীরা বিরতির সময় এদিক সেদিক ঘুরাঘুরি করে। অনেক সময় নানান অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। স্যানিটেশন ব্যবস্থার ক্ষেত্রে ও রয়েছে সমস্যা, এর কারণে ছাত্রীদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। নিজেদের প্রয়োজনীয় বিষয়গুলোতে স্বাভাবিকভাবে কাজ সম্প্রাদন করতে না পারার কারণে পাঠে তারা অনেকে অমনোযোগী থাকে।

এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি যদি বিত্তবানদের সহযোগিতা পাওয়া যায় তবে শিক্ষাক্ষেত্রের কিছু সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি