Loading..

ভিডিও ক্লাস

১৫ ফেব্রুয়ারি , ২০২১ ০৬:৫৬ অপরাহ্ণ

জ্যামিতিক আকৃতি, প্রাথমিক গণিত, দ্বিতীয় শ্রেণি

ত্রিভুজ

তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ তিনটির প্রত্যেকটিকে ত্রিভুজের বাহু বলে। আর এই ত্রিভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।

চতুর্ভুজ 

বহুভুজের বাহুর সংখ্যা চার হলে তাকে চতুর্ভুজ বলে। অন্যভাবে বললে, যে বহুভুজের চারটি শীর্ষ থাকে তাকে চতুর্ভুজ বলে। আর চতুর্ভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজক্ষেত্র বলে। তাই বলা যায়, চার বাহুবিশিষ্ট ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের বাহুর সংখ্যা চারটি হওয়ার কারণে এর কোণের সংখ্যাও চার। চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো একই তল বিশিষ্ট হয়। আরও সুস্পষ্ট করে বললে, একই সমতল চতুর্ভুজের শীর্ষ বা কৌণিক বিন্দুগুলোকে ধারণ করে অর্থাৎ, চতুর্ভুজের শীর্ষগুলো একই সমতলে অবস্থিত।