Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৮ ফেব্রুয়ারি , ২০২১ ০৩:০৯ অপরাহ্ণ

গর্ভবতী নারীর বিশেষ কিছু আমল।



১ম মাসঃ সূরাহ আল-ইমরান পড়লে সন্তান দামী হবে।


২য় মাসঃ সূরাহ ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে। 


৩য় মাসঃ সূরাহ মারইয়াম পড়লে সন্তান সবরকারী হবে।


৪র্থ মাসঃ সূরাহ লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।


৫ম মাসঃ সূরাহ মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।


ষষ্ঠ মাসঃ সূরাহ ইয়াছিন পড়লে সন্তান জ্ঞানী হবে।


সপ্তম, অষ্টম, নবন ও দশম মাসে সূরা ইউসুফ, মুহাম্মাদ এবং ইব্রাহিমের প্রথম থেকে দশ আয়াত পড়বে।


ব্যাথা উঠলে সূরা ইনশিকাক পড়ে পানিতে ফু দিয়ে পান করবে।


মহান আল্লাহ তায়ালা সকল গর্ভবতী মায়েদের উক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি