Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ ফেব্রুয়ারি , ২০২১ ০৫:৪৭ অপরাহ্ণ

লিচু বা লেচু (বৈজ্ঞানিক নাম: Litchi chinensis) হল সোপবেরি পরিবার, সেপিন্ডাসিয়ার লিচি গণের একমাত্র সদস্য।

লিচু বাংলাদেশভারতের গ্রীষ্মকালীন একটি ফল। এই অঞ্চলে ফেব্রুয়ারিতে এর মুকুল আসে ও ফল সাধারনত মে মাসের দিকে পাকে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণে লিচু চাষ হয় এবং বাংলাদেশের সব স্থানেই লিচু হয়, তবে উত্তরবঙ্গের দিনাজপুর, রাজশাহী, নাটোর, মেহেরপুর, মাগুরা, মৌলভীবাজার ও পাবনার ঈশ্বরদী উপজেলায় ভাল ফলন হয়। ভারতের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত মুর্শিদাবাদ থানার নতুনগ্রামের লিচু স্বাদে ও গন্ধে অতুলনীয়, বেদানা লিচু সুস্বাদের জন্য বিখ্যাত। তাছাড়া চায়না ৩ লিচু বাংলাদেশের একটি জনপ্রিয় জাতের লিচু।


আরো দেখুন