Loading..

খবর-দার

২৮ ফেব্রুয়ারি , ২০২১ ০৮:০৫ অপরাহ্ণ

অনলাইন ক্লাস দেখে আমার নিজ বিদ্যালয়ের শিশুরা বাড়ির কাজ দিচ্ছে মেসেঞ্জারে ভিডিও কলে।

৫ম শ্রেণির সংকল্প কবিতার পাঠদান করেছিলাম অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে। সেই ক্লাসের সাথে আমার নিজের বিদ্যালয় ত্রিপল্লী স প্রা বিদ্যালয়ের ৫ম শ্রেণির দুইজন শিশু স্নেহা ও সাবিহা যুক্ত ছিলো। গতকাল মেসেঞ্জারে ভিডিও কলে পাঠদানের সময় ওরা অনলাইন ক্লাসের বাড়ির কাজ করে দেখায়। ওরা জানায় যে, আমার অনলাইন ক্লাস ওদের ভীষন ভালো লাগে। ওদের এই অনুভূতি আমার জন্য অমূল্য পাওয়া। এভাবেই একজন শিশুরও যদি উপকার করতে পারি তাহলেই আমার পাঠদান সার্থক, করোনাকালীন আমার এই প্রয়াস সার্থক।