Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ মার্চ, ২০২১ ০১:৪১ পূর্বাহ্ণ

উত্তাল মার্চ

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিডার (এখন যা সহযোগী অধ্যাপক) মোহাম্মদ শামসুজ্জোহার মৃত্যু দিবস। ঊনসত্তরের এ দিনে আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম ছিল না। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করলে সেনাবাহিনী ছাত্রদের গুলি করতে উদ্যত হয়। ছাত্রপ্রাণ শিক্ষক জোহা এগিয়ে যান তাঁর ছাত্রদের রক্ষা করতে। সেনাবাহিনীকে নিজের পরিচয় দেন। তাদের শান্ত থাকতে অনুরোধ করেন। সেনাবাহিনীর সদস্যরা রিডার শুনতে লিডার শুনেছিল। আর কিছু না ভেবেই তাঁর উপর গুলি চালায়। সন্তানসম শিক্ষার্থীদের জন্য প্রাণ দেয়ার এক অনন্য নজির সৃষ্টি করেন জোহা।
তাঁর মৃত্যুতে প্রকম্পিত হয়ে ওঠে সারা দেশের শিক্ষাঙ্গন। জ্বলন্ত চুলোয় যেন ঘি পড়ে। এই গণ-অভ্যুত্থানের মুখে সরকার ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। পরের মাসে (২৫ মার্চ) লৌহ মানব আয়ুব খান সেনা প্রধানের কাছে ক্ষমতা দিয়ে সটকে পড়েন।
শামসুজ্জোহা স্যার এদেশের শিক্ষকদের অহংকর। কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের আদর্শ হয়ে উঠেননি। আমরা ক্ষুদ্র স্বার্থের গণ্ডি অতিক্রম করতে পারিনি।
স্যারকে বিনম্র শ্রদ্ধা জানাই। দিনটিকে 'জাতীয় শিক্ষক দিবস' ঘোষণা করা হউক।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি