Loading..

প্রেজেন্টেশন

০২ মার্চ, ২০২১ ০৪:৩৬ পূর্বাহ্ণ

ডায়াবেটিস ( বহুমুত্র)

এ পাঠ শেষে আমরা –

১। ডায়াবেটিস কী তা বর্ণনা করতে পারব;

২। কোন ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি তা ব্যাখ্যা করতে পারব;

৩। ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়সমূহ বিশ্লেষণ করতে পারব।  

ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। আমাদের শরীরে ইনস্যুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং এক সময় তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে।