Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ মার্চ, ২০২১ ১২:০১ পূর্বাহ্ণ

ঐতিহাসিক পানাম নগরী,সোনার গাঁ।

ঢাকা থেকে সোনার গাঁ  এর দূরত্ব ২৭ কিলোমিটার । নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণ্ গ্রাম।পরে এর  নাম হয় সোনার গাঁও । ঢাকার আগে সোনার গাঁও ছিল দক্ষিণ-পূর্ব বাংলার রাজধানী । ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক ।সোনার গাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানাম নগর। ২৩/২/২০২১  আনন্দ  ভ্রমণে আমরা শিক্ষকরা গিয়েছিলাম ।এমন আকর্ষণীয় দর্শণীয় স্থান  থেকে ফিরে আসতে সত্যি মন চায় না ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি