Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ মার্চ, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ

অ্যাম্বাসেডর মিলন মেলা কাপ্তাই

গতকাল ২৫-০২-২০২১ ইং রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম ICT4E অ্যাম্বাসেডরদের আয়োজনে শ্রদ্ধেয় কুতুবী স্যারের সার্বিক নির্দেশনা ও পরিচালনায় শ্রদ্ধেয় ইকবাল  স্যার ও শ্রদ্ধেয় মান্নান স্যার ও শ্রদ্ধেয় অধ্যক্ষ কাজী আবদুল হান্নান হুজুরের প্রচেষ্টায়,মুসফিকা ম্যাম,দিলকুশা ম্যাম, রফরফের নুর ম্যাম, লুতফা ম্যাম এর সহযোগিতায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এণ্ড কলেজ কর্তৃপক্ষের একান্ত সহযোগিতায় হয়ে গেল চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডরদের মিলন মেলা। উক্ত মিলন মেলায় আমরা যারা উপস্থিত ছিলাম সর্ন জনাব নুরুল আজিজ স্যার, অধ্যক্ষ ওমর ফারুক, সাহাবুদ্দীন স্যার,  মোঃ আমিনুল ইসলাম স্যার,  ইমরাস হোসেন স্যার, আবু তাহের স্যার, দাউদুল ইসলাম স্যার  আল আমিন শুভ্রা, নুরুল আলম হুজুর, দীপ্তি দাশ নিশি ম্যাম, পার্থ সারথী স্যার, শর্বরী দে ম্যাম, নিশাত সুলতানা ম্যাম, শওকত হোসেন স্যার,  আলমগীর স্যার, ইসমাত ফারজানা ম্যাম, সৈকতস্যার, আবদুর স্যার, কালাম ফেরদৌসী শান্তা ম্যাম, আরিফ উদ্দিন স্যার, সুরঞ্জিত স্যার, রুবিনা আক্তার ম্যাম, সাইফুল ইসলাম স্যার, সালসাবিল করিম চৌধুরী ম্যাম, সবুজ ভট্টাচার্য  স্যার, শাহ আলম স্যার৷ শাহীনুর ম্যাম, নাসরিন ম্যাম, রেজাউল করিম স্যার সহ কয়েক জন শিশু,  কিশোর অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন। আমাদের যাত্রা শুরু হয় জিইসি এর মোড় হতে কাপ্তাই এর উদ্দেশ্য  যাত্রা শুরু করি সকাল ৮. ১৫ টায় পথে পথে আমাদের সহযাত্রীদের  তুলে নিয়ে নাস্তার ব্যবস্থা করেন আমাদের আয়োজক্কারী স্যারেরা। কাপ্তাই  পৌছুতে সময় লাগে প্রায় সকাল ১১. ২০ টাঃ। কাপ্তাই নৌবাহিনী স্কুল এণ্ড কলেজএর উপাধ্যক্ষ শ্রদ্ধেয় জাহাংগীর আলম স্যার স্বাগত জানান এবং চা- নাস্তার আয়োজন করেন। উক্ত কলেজের অধ্যক্ষ মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমাদের  অ্যাম্বাসেডর স্যার ও ম্যামদের মধ্যে সেরা কন্টেন্ট নির্মাতা,  সেরা অনলাইন পারফরমাস সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।  করোনা কালিন অনলাইন স্কুল পরিচালনা উদ্যোক্তার সন্মাননা ক্রেস্ট প্রদান করেন আমাদের সকলের পরম শ্রদ্ধাবাজন জনাব কুতুবী স্যার কে। এবং শ্রদ্ধেয় কুতুবী স্যারও কাপ্তাই নৌবাহিনী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কে ক্যাপ দিয়ে বরণ করে নেন,

আরো দেখুন