Loading..

খবর-দার

১০ মার্চ, ২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ণ

শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান: আবেদনের সময় বাড়লো আবার

দেশে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের আবেদনের সময়সীমা আরেক দফায় বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় এই সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা অনলাইনের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

রবিবার (৭ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাড়েগর বাজেট শাখা থেকে এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। স্কুল (মাধ্যমিক), কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।এর আগে দুপুরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহবান করা হয়েছে। “তবে আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হবে। এ বিষয়ে কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।”