Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ মার্চ, ২০২১ ০৩:৪৯ অপরাহ্ণ

দিবারাত্রি সংগঠন

আবর্তন গতির জন্য পৃথিবীর যে অংশ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন সেখানে সূর্যের আলো পড়ে বলে, সেই অংশে হয় দিন এবং এর ঠিক বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না বলে তখন সেখানে হয় রাত্রি। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে এই দিন রাত্রির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে করতে পৃথিবী তার কক্ষপথের বিভিন্ন স্থানে 66|১/২°(সাড়ে  ছয়ষট্টি ডিগ্রী) কোণে হেলে  এমনভাবে অবস্থান করে যে সূর্যের আলো কোথায় লম্বভাবে, আবার কোথাও বা তির্যকভাবে পতিত হয়। এর ফলে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে দিন রাত্রির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি