Loading..

খবর-দার

২৫ মার্চ, ২০২১ ০৭:৪৮ অপরাহ্ণ

চৌদ্দগ্রামে জাতীয় গনহত্যা দিবস পালিত

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ২৫শে  মার্চের তাৎপর্য উল্লেখপূর্বক এক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম  পৌরসভার নবনির্বাচিত মেয়র জি এম মীর হোসেন মীরু , বিশেষ অতিথি উপজেলা মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। প্রধান অতিথি বলেন, হানাদার বাহিনী মনে করেছিল এই দেশকে ২৫শে মার্চের রাতে শ্মশান বানাবে , এই দেশের মানুষকে চিরদিন গোলাম করে রাখবে। কিন্তু জাতির জনক সেদিন বুঝেছিলেন তাঁকে বন্ধি করে নিয়ে যাওয়া হবে পাকিস্তানে । সেইজন্য তিনি স্বাধীনতার ঘোষনা আগেই রচনা করে ফেলেছিলেন এবং তা ২৬শে মার্চের রাতের প্রথম প্রহরে ওয়্যারলেসযুগে পাঠ ও করেছিলেন। তাঁর ডাকেই আজ দেশ হানাদার মুক্ত, আজ স্বাধীন সার্বভৌম দেশ। আজ পাকিস্তান বিশ্বে একটি ব্যর্থ রাষ্ট্রের নাম বিপরীতে বাংলাদেশ একটি আত্মমর্যাদা সম্পন্ন উন্নয়নশীল রাষ্ট্র। তিনি আরো বলেন,  দেশ আজ ডজন খানিক সামাজিক সূচকে পাকিস্তানকে পিছনে ফেলে এগিয়ে গেছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, উন্নয়নের রোল মডেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন সরকার, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মজিবুর রহমান প্রমূখ। সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর প্রধান সমন্বয় কর্মকর্তা, জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।