Loading..

খবর-দার

০২ এপ্রিল, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ণ

জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাতক মহোদয়ের ভার্চুয়াল সংবর্ধনা ।

তারিখঃ ০১/০৪/২০২১ খ্রিস্টাব্দ 

ফ্যাক্টঃ  জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাতক মহোদয়ের ভার্চুয়াল সংবর্ধনা ।


আজ বিকাল ৪.৩০ টা থেকে ৬.১০ পর্যন্ত জুমের মাধ্যমে জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাতক জনাব পুলিন চন্দ্র রায় মহোদয়কে সুনামগঞ্জ জেলার ICT4E District Ambassadorদের পক্ষ থেকে ভার্চুয়াল সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা'র সহযোগী অধ্যাপক ও এটুআই এর সংযুক্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ, বিশেষ অতিথি ছিলেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট এর সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ ও ড. মোঃ দিদার চৌধুরী । এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলার ICT4E District Ambassador বৃন্দ যুক্ত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ-এর প্রধান শিক্ষক ও ICT4E District Ambassador জনাব মোহাম্মদ কামাল উদ্দিন । বক্তব্য রাখেন ICT4E District Ambassador জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম, মনোহর আলী, মিছবাহ উদ্দিন, শাহীন আলম, কমলকান্ত রায়, আল আমিন, খালিদুর রহমান, অজয় কৃষ্ণ পাল, আবু সাইদ মাহমুদ, মোঃ ইসমাইল হোসেন, চরিত্রবান সমাজপতি, মোঃ সালা উদ্দিন আজিজ, আব্দুল মালিক রাজু, মোঃ ইনচান মিঞা এবং সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ-এর প্রধান শিক্ষক জনাব হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী ।  

          করোনাকালে জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অনলাইন কার্যক্রম প্রসারে সম্মুখসারির যোদ্ধা হিসেবে ICT4E District Ambassadorদের সাথে থেকে কাজে উৎসাহ প্রদান করেন এবং জেলা প্রশাসনের সাথে সুনামগঞ্জ অনলাইন স্কুলের ক্লাসগুলো কেবল টিভিতে প্রচারে সার্বিক সহযোগিতা করেন । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাতক, সুনামগঞ্জ-এর আয়োজনে ও সার্বিক দিক নির্দেশনায় ছাতক উপজেলার ICT4E Ambassador দের সহযোগিতায় উপজেলাকে চারটি ভাগে ভাগ করে শিক্ষক বাতায়নে সদস্যকরণ, অনলাইন স্কুল ও আইসিটি বিষয়ক ইনহাউস প্রশিক্ষনের ব্যবস্থা করা হয় । এর কোন কোনটাতে সম্মানিত জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব ড মোঃ দিদার চৌধুরী উপস্থিত ছিলেন ।  এছাড়া  তিনি ICT4E District Ambassadorদের সাথে নিয়ে ছাতক উপজেলা অনলাইন স্কুল পরিচালনা করেন । ১৫ জানুয়ারী ২০২১ তারিখে ছাতক উপজেলাকে শতভাগ শিক্ষক বাতায়নে  সদস্যভুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয় যা আমাদের নিকট অত্যন্ত গৌরবের । এ বিষয়গুলো a2i  এর  সংযুক্ত কর্মকর্তা জনাব  মোহাম্মদ কবির হোসেন স্যার ও অভিজিৎ সাহা স্যারের সাথে আলোচনা করলে তাঁরা আমাদেরকে অনুমতি দেন একটি ভার্চুয়াল সংবর্ধানার আয়োজন করার ।  দীর্ঘ সময় যুক্ত থেকে অনুষ্ঠানকে সফল করায় শ্রদ্ধেয় কবির হোসেন স্যার, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সংবর্ধিত অতিথি ও ICT4E Ambassadorসহ আরো যারা যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।