Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ এপ্রিল, ২০২১ ০৫:১৭ অপরাহ্ণ

সরল পেরিস্কোপ
সরল পেরিস্কোপ স্বল্প মূল্যে বিজ্ঞান শিক্ষার উপকরণ তৈরি করণ। ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে। শিক্ষা আনন্দদায়কও হবে। উপকরণ (১) ৪ বাই ৩.৫ ইঞ্চির দুই টুকরো আয়না (২) প্রিন্টারের টোনারের খালি প্যাকেট। কোন গুপ্তস্থানে অবস্থান করে কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করা যায়। যুদ্ধকালীন ডুবোজাহাজ কিংবা পরীখার অভ্যন্তরে থেকে প্রতিপক্ষের অবস্থান চিহ্নিত করতে এটির জুড়িমেলা ভার। সাবমেরিনে পেরিস্কোপ ব্যবহার করা হয়। ১৮৫৪ সালে মারি ডেভি প্রথম পেরিস্কোপ তৈরি করেন। পেরিস্কোপ আলোর প্রতিফলন এবং ব্যতিচার নীতির উপর তৈরি হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি