Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ এপ্রিল, ২০২১ ০৯:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের ফুল

বর্ষায় ফুলের রাজ্যে রানি কদম। কদম ফুলের সৌন্দর্যে বিমোহিত হন না এমন বেরসিক খুঁজে পাওয়া ভার। বর্ষায় প্রেমিকার মনোরঞ্জনে কদমের জুড়ি নেই। সদ্য প্রয়াত নিসর্গবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মা অনন্য এই ফুল সম্পর্কে তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে লিখেছেন—‘বর্ণে গন্ধে সৌন্দর্যে কদম এ দেশের রূপসী তরুর অন্যতম।’

বর্ষার প্রকৃতি বাংলা সাহিত্যে এনে দিয়েছে স্নিগ্ধতা। বর্ষার উপহার সোনা রঙের কদম ফুল নিয়ে রচিত হয়েছে নানা গল্প, উপন্যাস, কবিতা আর গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিহরণ জাগানিয়া বর্ষার গানে লিখেছেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কদম-প্রেমে মজে এই বাক্যাংশটি ‘নাম’ হিসেবে ব্যবহার করে রচনা করেছেন তাঁর প্রথম প্রেমের উপন্যাস। পাঠক নন্দিত এই উপন্যাসের সূত্র ধরেই তিনি রচনা করেন ‘বাদল দিনের দ্বিতীয় কদম ফুল’। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মনেও কোমলতা এনেছে স্বর্ণরঙিন কদম ফুল। তিনি লিখেছেন—‘দোলে শিহরে কদম, বিদরে কেয়া/নামিল দেয়া’। কদমের আরেক নাম ‘নীপ’। নামটি স্থান পেয়েছে রবীন্দ্রনাথের আরেক গানে—‘এসো নীপবনে ছায়াবীথি তলে’।

আরো দেখুন