Loading..

উদ্ভাবনের গল্প

০৬ এপ্রিল, ২০২১ ০৫:১৫ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ

স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় জাতি ২০২১ খ্রিষ্টাব্দে সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে। আজ তারা স্বাধীনতার পরবর্তী এ দীর্ঘ সময় নিয়ে ভাবছে। প্রত্যাশার কতটা তারা পেয়েছে। একজন শিক্ষক হিসেবে খুব বেশি করে শিক্ষার প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাবনা মনের মাঝে ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে আজকের উদ্ভাবনের গল্পের অবতারণা। জাতি হিসেবে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, পতাকা ও জাতীয় সঙ্গীত। পাশাপাশি আমরা হারিয়েছি ১৫ আগস্ট ১৯৭৫ খ্রিষ্টাব্দে নির্মম হত্যাকান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বিদেশে অবস্থান করার প্রাণে বেঁচে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। শোকে আচ্ছন্ন বাঙালি জাতি সে সময় আশার আলো নিয়ে অপেক্ষা করেছিলেন বঙ্গবন্ধু ও তাঁর ২ রত্নের জন্য। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে ৩০ লক্ষ শহিদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রম হারানোর যন্ত্রণা নিয়ে আমাদের অর্জন এর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

এস ডি জি বাস্তবায়নে আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগের অবদান সমূহের সচিত্র প্রতিবেদনে তুলে আনার চেষ্টা করেছি চৌম্বক অংশগুলো।শিক্ষাই জাতির মেরুদন্ড,আর সেই শিক্ষার মূল হল প্রাথমিক শিক্ষা ।দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষার মান। সেই সাথে এগিয়ে যাচ্ছে প্রাণের দেশ বাংলাদেশ। ইনশাআল্লাহ ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ হবে বিশ্বের বুকে উন্নত একটি দেশ।