Loading..

উদ্ভাবনের গল্প

০৯ এপ্রিল, ২০২১ ০৮:২৬ অপরাহ্ণ

আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আমি যে কাজ গুলি করি

আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আমি যে কাজ গুলি করি ঃ ১। প্রতি মাসে যে সকল শিক্ষার্থী সবগুলি কর্মদিবসে উপস্থিত থাকে , তাদের পুরস্কৃত করি । ২। বছরে ৬ ক্লাসে ১৮ জনকে উপস্থিতি পুরস্কার দেই । ৩। যদি কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকে সেই দিনেই ফোন করে নশ্চিত হই কেন আসতে পারেনি, আর ফোনে না পেলে সেই দিন স্কুল শেষে তার বাড়ি যাই । এমন ১ দিনে ৭ জন শিক্ষার্থীর বাড়িতে যাওয়ার রেকর্ড আছে ।অর্থাৎ নিয়মিত হোম ভিজিট । ৪। প্রতি নিয়ত আনন্দদায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করি । যেমন গান বাজনার আয়োজন, পরিবেশ পর্যবেক্ষণে যাওয়া , বই পড়া প্রতিযোগিতা, ফুলের বাগানে কাজ করা ,মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন শিক্ষামূলক ভিডিও প্রদর্শন, বিরতির সময়ে এক শ্রেণির শিক্ষার্থীদের সংগে অন্য শ্রেণির শিক্ষার্থীদের প্রতিযোগিতামুলক খেলার আয়োজন ইত্যাদি । ৫। বিভিন্ন জাতীয় দিবসে ওদেরকে র‍্যালি ও অন্যান্য কার্যক্রমে অংশ গ্রহণ । ৬। ক্লাব গঠন করে সাবলিলভাবে রিডিং পড়া অনুশীলন । ৭। পঠন এর জন্য প্রতিযোগিতার আয়োজন । ৮। ছুটির দিনে বিশেষ ক্লাস । ৯। সাপ্তাহিক পরীক্ষা । ১০। এস। আর, এম পঠনের প্রতিযোগিতা ।