সকল আয়োজন ও খাঁটি প্রেম, হাজেরা আক্তার মনি, স্বরচিত কবিতা।

সকল আয়োজন ও খাঁটি প্রেম
হাজেরা আক্তার মনি
জীবনের সকল আয়োজন মিথ্যা করে
কেউ চিরতরে হারিয়ে যেতে কখনোই প্রস্তুতি নেয় না।
কেউ ভুলেও ভাবে না
তার নামটি কোন অচেনা মুহূর্তে
দূর আকাশের অজস্র তারায় শামিল হবে।
কেন ভাবতে হবে এই ভাবনা?
জীবনের এতো আলোর ভীরে
নিজেকে মেলা ধরার চেষ্টায়, তাকে ত সফল হতে হবে।
যে যোগ্য তাকে ফেলে
যখন অযোগ্য কেউ নিজেকে মেলে ধরে সফলতায়
তখন প্রশ্ন ছুড়ে আমি কেনো না।
কেনো না, আসলেই ত কেনো না?
এখানে যোগ্য,অযোগ্য কিছু নয়,
যে যত জীবনের আলোর প্রতি আকৃষ্ট সে ততবেশি ধাবমান।
শুধু কিছু স্বার্থপরতার মুহুর্তগুলো হৃদয়ে ক্ষত সৃষ্টি করে,
না পাওয়ায় ভাবনা গুলোতে অবসরে অবেলায়।
এই যে এতো ভালোবাসা
কি হবে এতো ভালোবাসার কেউ কি জানে?
দূর আকাশের অজস্র তারায়
নিজে শামিল হওয়ার মুহুর্ত পর থেকে,
সকল ভালোবাসা চেখের জলে হারিয়ে যায়।
হারাবে না কেনো??
জীবনের আলোর ভীরে নিজেকে রঙিন করতে চায় সবাই।
তাই সকল কিছু সবই হারিয়ে যাবে।
শুধু থাকে ওই দূরে তারারা।
তারায় তারায় দেখা হওয়ার আগে
নিজেকে প্রশ্ন করো তুমি কি কিছু সফলতা,
কিছু যোগ্যতা, কিছু ভালোবাসা সাথে নিয়েছ ত?
নিতে পারবে ত? সময় তোমাকে ডাকছে...
সাথে নিও কিছু প্রেম, কিছু পাগলামি,
কিছু আহ্লাদী আদিখ্যেতা মেশানো রঙিন অবসর।।
তারার মেলায় ভালো থাকতে
এসবকিছুর সাথে খাঁটি ভালোবাসা নিতে ভুলে যেও না।
তুমি জানো ত খাটি প্রেম কি??
জানো তুমি সব, শুধু একটু সময় থাকতে সময় দিও।
স্বরচিত

মতামত দিন


আব্দুল আলীম
চমৎকার ও সময় উপযোগী কন্টেন্ট আপলোড করে প্রিয় শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আন্তরিক অভিনন্দন। লাইক ও পূর্ণ রেটিংসহ শুভ কামনা। চলতি পাক্ষিকে আমার আপলোডকৃত ৬৮তম কন্টেন্ট ও ৭২তম ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত কামনা করছি। ভাল থাকুন, নিরাপদে থাকুন ও ঘরেই থাকুন। কন্টেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/945992 ব্লগ লিংকঃ https://www.teachers.gov.bd/blog-details/601995

মোঃ মুজিবুর রহমান
লাইক ও পুর্ণ রেটিংসহ শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মুল্যবান মতামত, লাইক ও পুর্ণরেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

শামছুন নাহার
অসাধারণ কবির অসাধারণ কবিতা। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মোঃ আবুল কালাম
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি ।

মোঃ শহিদুল ইসলাম
খুবসুন্দর উপস্থাপন। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।আমার ছবিতে ক্লিক করে আমার আপলোডকৃত ১১/০৪/২০২১ তারিখের কনটেন্টটি দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোঃ জাফর ইকবাল মন্ডল
আপনার কর্মদক্ষতা ও আন্তরিকতা আপনাকে সফলতার শিখরে পৌছবে।লাইক ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভ কামনা নিরন্তর।আমার এ পাক্ষিকে গত ০৩.০৪.২০২১ ইং তারিখে আপলোডকৃত পানিতে ডোবা ৪র্থ প্রাথমিক বিজ্ঞান কনটেন্ট দেখে লাইক,রেটিং ও গঠন্মুলক পরামর্শ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।কনটেন্ট লিঙ্কঃ https://bit.ly/3sQCOGA
সাম্প্রতিক মন্তব্য