Loading..

উদ্ভাবনের গল্প

১২ এপ্রিল, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

vocabulary ও তাদের spelling শেখানোর কৌশল

ইংরেজি vocabularyও তাদের spelling শেখানোর কৌশল:

উপকরণ: ছোট ছোট রঙিন কাগজে লেখা alphabet.


 বর্ণনা: প্রতিদিন new word শেখানোর পর রঙিন কাগজে লেখা alphabet গুলো push pin বোর্ডে আটকে দেই এবং শিক্ষার্থীদের একজন একজন করে ডেকে অ্যালফাবেট গুলি দিয়ে ওই শব্দগুলো বানানোর জন্য বলি এতে শিক্ষার্থীরা অনেক আগ্রহ বোধ করে এবং একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে নতুন শব্দ তৈরী করতে থাকে। এই প্রক্রিয়াটি পুরো সপ্তাহব্যাপী চলে। সপ্তাহের শেষে পুরো শ্রেণীটিকে পাঁচটি দলে ভাগ করে দেই এবং দলের মধ্যে অ্যালফাবেট কার্ডগুলো দিয়ে শব্দ তৈরীর প্রতিযোগিতার  আয়োজন করি ।যে দল সবথেকে বেশি সংখ্যক শব্দ তৈরি করতে পারে তাদের জন্য ছোটখাটো পুরস্কারের আয়োজন করি যেমন চকলেট। এতে তারা খুব উৎসাহ বোধ করে এবং তাদের new word ও তাদের spelling খুব ভালো ভাবে শেখা হয়ে যায়।