Loading..

প্রকাশনা

২৮ মার্চ, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

মোঃ আইয়ুব হোসেন খান , সহকারী প্রধান শিক্ষক, ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনা
সেকাল-একাল মোঃ আইয়ুব হোসেন খান এখন আর আগের মত মানুষের সুখ নাই, টাকা আছে ভুরি ভুরি কষ্টের শেষ নাই। মোটা চাল খায় না মোটা কাপড় পড়ে না, ফুরফুরে কাপড় পড়ে হেঁটে চলে ললনা। আগের দিনে বড়দের ভয়ে থাকত ছোটরা , সম্মানের ভয়ে এখন আতংকে বড়রা। এখন আর সোনা বউ পালকিতে উঠে না, বেয়ারার হাঁক ডাক আর শোনা যায় না। পালতোলা নোকা সারি বেঁধে যায় ঐ নদীর তিরে হেঁটে চলে কলস কাঁকে রাঙা বউ। মা- দাদী বের হত বোরকা পড়িয়া, নাতনীর ফ্যাশনে কাঁপে এখন দুনিয়া। গান আছে সুর নেই উদ্ভট বাজনা, অযথাই নাচানাচি কিছুই বোঝা যায় না। ভাটিয়ালী পল্লী গীতি হাচন রাজার গান, আব্বাস আলীর মরমী সুর সবই এখন ম্লান। মোটা কাপড় মোটা ভাত মোটামুটি চলত, ভালো আছি সুখে আছি হর হামাশায় বলত। এখন দেখে মনে হয়, কতইনা সুখ তার, দুঃখে কষ্টে জরাজীর্ণ দূর থেকে বুঝা ভার। ------

আরো দেখুন